News71.com
 Features
 16 May 22, 10:30 AM
 1072           
 0
 16 May 22, 10:30 AM

জর্ডানে নারীর পাশাপাশি পুরুষ শ্রমিক নেওয়ার অনুরোধ প্রবাসী কল্যাণ মন্ত্রীর।।

জর্ডানে নারীর পাশাপাশি পুরুষ শ্রমিক নেওয়ার অনুরোধ প্রবাসী কল্যাণ মন্ত্রীর।।

নিউজ ডেস্কঃ জর্ডানের পোশাক খাতে নারী শ্রমিকদের সঙ্গে দক্ষ পুরুষ শ্রমিকদের অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ দক্ষ মানব সম্পদ পাঠানোর মাধ্যমে জর্ডানের সঙ্গে উন্নয়ন অংশীদারিত্ব বৃদ্ধিতে আগ্রহী। প্রায় ৭০ হাজার প্রবাসী বাংলাদেশি শ্রমিক বাংলাদেশ ও জর্ডানের অর্থনৈতিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখছে। রোববার (১৫ মে) জর্ডান সফররত বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী জর্ডানের শ্রম মন্ত্রী নায়েফ ইস্তিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া, বাংলাদেশের রাষ্ট্রদূত মিসেস নাহিদা সোবহান, বোয়েসেল-এর এম.ডি (অতিরিক্ত সচিব) বিল্লাল হোসেনসহ বাংলাদেশ দূতাবাস ও জর্ডান শ্রম মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।  প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার একটি অর্থনৈতিক উদীয়মান রাষ্ট্র। বাংলাদেশ নিজ দেশে যেমন বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে একইভাবে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি বিনিয়োগ সম্ভাবনা খতিয়ে দেখছে। বাংলাদেশে বেসরকারি বিনিয়োগের মাধ্যমে জর্ডানও বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে পারে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, জর্ডানে পোশাক খাতে কর্মরত বিপুল সংখ্যক দক্ষ শ্রমিকদের সাথে সাথে বাংলাদেশ জর্ডানদের কৃষি, তথ্য প্রযুক্তি, নির্মাণ শিল্প ও ট্যুরিজম খাতে অংশগ্রহণে আগ্রহী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন