আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার অভ্যন্তরে প্রায় নিয়মিতই হামলা চালাচ্ছে ইউক্রেন। রাশিয়ার বেলগরদ শহরে এসব হামলায় অন্তত ৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। এ ছাড়া অন্তত ১৩০টি বাড়ি ও ৬০ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেলগরদের গভর্নর। রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বেলগরদের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাদকভ ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করে তাঁর টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, ‘বেলগরদে ইউক্রেনীয় সেনাদের তিন দফায় ব্যাপক গোলাবর্ষণের ফলে ৬ জন বেসামরিক লোক আহত হয়েছে। কেউ নিহত হয়নি। তবে হামলায় ৯টি বহুতল ভবনের ২৬টি অ্যাপার্টমেন্ট, ১৯টি একক পরিবারের বাড়ি, বিভিন্ন অর্থনৈতিক সংস্থার ২৭টি ভবন,১টি সামাজিক গুরুত্বপূর্ণ স্থাপনা ও ৬৩টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
ভ্যাচেস্লাভ গ্ল্যাদকভ আরও জানিয়েছেন, ইউক্রেনীয় ব্যাপক হারে ড্রোন ব্যবহার করে হামলা শুরু করেছিল। সেই হামলায় ২৩টি ইউক্রেনীয় ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া, বেশ কয়েকটি ড্রোন বেলগরদ শহরে আবাসিক এলাকায় হামলা চালায়। সেই হামলায় অন্তত আরও ৯৩টি আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে। রুশ শহরটির গভর্নর জানান, বেলগরদ শহরের উপকণ্ঠের একটি গ্রাম নিকলস্কয়ে ইউক্রেনীয় হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে। এ সময় এক কিশোরী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। এ ছাড়া, গরকভস্কোয়ি গ্রামে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে।