News71.com
 International
 06 Apr 24, 09:41 PM
 75           
 0
 06 Apr 24, 09:41 PM

স্বাম্ভব্য ইরানের হামলা মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতায় যুক্তরাষ্ট্র॥

স্বাম্ভব্য ইরানের হামলা মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতায় যুক্তরাষ্ট্র॥

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় অঞ্চলটিতে ইসরায়েলি ও যুক্তরাষ্ট্রের স্থাপনার ওপর ইরানের হামলার আশঙ্কা বেড়েছে। ইসরায়েলের পর তাই সর্বোচ্চ সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র। ইরানের সম্ভাব্য হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিয়েছে বলে গতকাল শুক্রবার একজন মার্কিন কর্মকর্তা বলেছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।ইরান আগামী সপ্তাহে প্রতিশোধমূলক হামলা করতে পারে বলে জানিয়েছিল সংবাদমাধ্যম সিএনএন। তাদের প্রতিবেদনটিকে নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের অবস্থান জানিয়ে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমরা অবশ্যই সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।’

 

 

সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে গত সোমবার ইসরায়েলি বিমান হামলায় দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই শীর্ষ জেনারেলসহ ১১ জন নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তীব্র আকার ধারণ করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, ইসরায়েলের হামলায় নিহতদের মধ্যে কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদিও রয়েছেন। তেহরানে এই আইআরজিসি কর্মকর্তাকে শ্রদ্ধা জানানো হয়। এতে হাজারো মানুষ জড়ো হন। এই অনুষ্ঠানে আইআরজিসির প্রধান জেনারেল হোসেইন সালামি বলেন, এ ঘটনার মূল্য ইসরায়েলকে দিতে হবে। তিনি আরও বলেন, ইরানের সাহসী লোকজন অবশ্যই ইহুদিবাদী রাষ্ট্রকে শাস্তি দেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন