আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের উন্মাদনা। যেকোনো সময় ইসরাইলে হামলা চালাতে পারে ইরান। এমন আশঙ্কায় ইসরাইল জুড়ে শ্বাসরুদ্ধকর অবস্থা। তাদের ভয় ইরানের পক্ষ থেকে ইসরাইলে হামলা আসন্ন। আশঙ্কা করছিলেন গতকালই ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরান। কারণ এ দিনটিকে আল কুদ্স দিবস বা জেরুজালেম দিবস হিসেবে পালন করা হয়। এ দিনটি পবিত্র জুমাতুল বিদা হিসেবে পালিত হয়েছে। এমন আতঙ্কে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর সব যোদ্ধা ইউনিটে (কমব্যাট ইউনিট) সব রকম ছুটি বাতিল করা হয়েছে। জোরদার করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বন্ধ করে দেয়া হয়েছে জিপিএস।
ইরানের কুদ্স ফোর্সের কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদিকে হত্যার বদলা নিতে দৃঢ় প্রত্যয়ী ইরান। যদি বদলা নিতে ইরান সত্যি হামলা চালিয়ে বসে ইসরাইলে, তাহলে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠবে। ছড়িয়ে পড়বে ইসরাইল-হামাস যুদ্ধ। এ যুদ্ধ মধ্যপ্রাচ্যের সব দেশে সংক্রমিত হওয়ার বড় ভয় রয়ে গেছে। সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কন্স্যুলেটে ইসরাইলের যুদ্ধবিমান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হয়। তাতে ওই কন্স্যুলেট ভবন একেবারে মাটির সঙ্গে মিশে যায়।