আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের জবাব দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতীকী ছবি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের করা ‘উসকানিমূলক মন্তব্যের’ তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন, ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করার পর কেউ সীমান্তের ওপারে পালিয়ে গেলে তাকে হত্যা করতে ভারত পাকিস্তানে প্রবেশ করবে। মন্তব্যটিকে ‘অদূরদর্শী’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানে ভারত ও পাকিস্তান সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশের একদিন পরই আলোচিত মন্তব্যটি করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছিল, বিদেশের মাটিতে বসবাসকারী সন্ত্রাসীদের নির্মূল করার একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ২০২০ সাল থেকে পাকিস্তানে প্রায় ২০ জনকে হত্যা করেছে ভারত সরকার। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছে, ‘পাকিস্তানের অভ্যন্তরে বিচার বিহীনভাবে সন্ত্রাসী আখ্যা দিয়ে বেসামরিক নাগরিকদের বিচারবহির্ভূতভাবে হত্যার ব্যাপারে স্পষ্টভাবে প্রস্তুতির কথা জানিয়ে ভারত তাদের অপরাধের কথা স্বীকার করেছে।’