News71.com
 International
 12 Apr 24, 09:31 PM
 73           
 0
 12 Apr 24, 09:31 PM

জম্মু-কাশ্মীরের রাজ্য মর্যাদা ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী॥

জম্মু-কাশ্মীরের রাজ্য মর্যাদা ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী॥

 

 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দিয়েছেন, শিগগির জম্মু-কাশ্মীরের রাজ্য মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে এবং সেখানে অতি দ্রুত বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। জম্মু-কাশ্মীরের উধামপুরে এক নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদি এই ঘোষণা দেন। এ জন্য তিনি স্থানীয়দের বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মোদি বলেছেন, ‘আপ লোগো নে বহুত কাষ্ট ঝেলে হ্যাঁয়। ম্যায়নে আপ কে লিয়ে বহুত বাড়া সাপনা দেখা হ্যায়। হাম রাজ্যে কা দারজা বাহাল কারেঙ্গে।’ অর্থাৎ, ‘আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আপনাদের নিয়ে আমি অনেক বড় স্বপ্ন দেখেছি। আমরা (জম্মু-কাশ্মীরের) রাজ্য মর্যাদা পুনর্বহাল করব।’ নরেন্দ্র মোদি আরও বলেন, ‘সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রত্যেকে তাঁর নিজের পছন্দের বিধায়ক ও মন্ত্রীদের বেছে নেবেন।’ এ সময় মোদি বলেন, ‘এত দিন এই বিষয়ে যা দেখেছেন তা কেবল ট্রেলার। জম্মু-কাশ্মীরের এক নতুন ও সুন্দর প্রতিচ্ছবি বানানোর কাজে আমাকে নামতে হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন