News71.com
 International
 21 Apr 24, 02:23 PM
 111           
 0
 21 Apr 24, 02:23 PM

হজ প্রস্তুতির জন্য ওমরাহ পালন কারীদের ৬ জুনের মধ্যে সৌদি আরব ত্যাগের নির্দেশ॥

হজ প্রস্তুতির জন্য ওমরাহ পালন কারীদের ৬ জুনের মধ্যে সৌদি আরব ত্যাগের নির্দেশ॥

 

 

আন্তর্জাতিক ডেস্ক:  বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালন করতে যাওয়া সব ওমরাহকারীকে আগামী ৬ জুনের মধ্যে সৌদি আরব ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।  সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৬ জুন, অর্থাৎ ২৯ জিলকদ পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন বিদেশি ওমরাহকারীরা। এই তারিখের মধ্যেই সবাইকে সৌদি আরব ছাড়তে হবে। মূলত জিলহজ মাসের শুরু থেকে পবিত্র হজ মৌসুম শুরুর প্রস্তুতির অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণত, সৌদি আরব ওমরাহর জন্য যে ভিসা দিয়ে থাকে, তার মেয়াদ থাকে ৯০ দিন। দেশটি জানিয়েছে, যাঁদের কাছে ওমরাহর ভিসা আছে, তারা আগামী ১৫ জিলকদ পর্যন্ত সৌদিতে প্রবেশ করতে পারবেন। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওমরাহ ভিসার মেয়াদ ৯০ দিনের বেশি কোনোভাবেই বাড়ানো হবে না। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন