News71.com
 International
 28 Apr 24, 09:33 AM
 98           
 0
 28 Apr 24, 09:33 AM

ভয়াবহ দাবানলে পুড়ছে ভারতের নৈনিতাল জঙ্গল॥নিয়ন্ত্রনে কাজ করছে সেনা ও বিমান

ভয়াবহ দাবানলে পুড়ছে ভারতের নৈনিতাল জঙ্গল॥নিয়ন্ত্রনে কাজ করছে সেনা ও বিমান


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরাখণ্ডে নৈনিতাল জঙ্গলে বিধ্বংসী আকার ধারণ করেছে আগুন। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। আগুন পৌঁছে গিয়েছে নৈনিতালের হাইকোর্ট কলোনি পর্যন্ত। আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে দাবানল অব্যাহত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ভারতীয় বিমান বাহিনী ও সেনাবাহিনীকে ডাকা হয়েছে। হেলিকপ্টার ইতিমধ্যেই পৌঁছেছে ঘটনাস্থলে। হেলিকপ্টারের সাহায্যে উপর থেকে আগুন নেভানোর চেষ্টা চলছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১টি জায়গায় দাবানলের ঘটনা সামনে এসেছে। এখন পর্যন্ত ৩৩.৩৪ হেক্টর জমি ধ্বংস হয়ে গেছে।

প্রতিবেদন মতে, আগুন নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সাহায্য নেয়া হচ্ছে। এরইমধ্যে হেলিকপ্টারের সাহায্যে উপর থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। পাশাপাশি দমকল বাহিনীও আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ নেই। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি জানিয়েছেন, নৈনিতাল পর্যন্ত আগুন ছড়িয়ে যাওয়াটা অত্যন্ত বড় চ্যালেঞ্জ। দাউ দাউ করে আগুন জ্বলছে। সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে। এ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আজ এক জরুরি বৈঠক রয়েছে। যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনা যায়, ততই মঙ্গল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন