News71.com
 International
 02 May 24, 11:56 PM
 57           
 0
 02 May 24, 11:56 PM

শিখ নেতা পান্নুন হত্যাচেষ্টায় ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত॥ওয়াশিংটন পোষ্ট

শিখ নেতা পান্নুন হত্যাচেষ্টায় ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত॥ওয়াশিংটন পোষ্ট

 

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে খুনের চেষ্টায় ভারতের গুপ্তচর সংস্থা ‘র’ জড়িত বলে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। সোমবার প্রকাশিত এই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে দিল্লি। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়, বিক্রম যাদব নামের এক ‘র’ অফিসার পান্নুন খুনের ছক কষেছিলেন। এর জন্য ‘হিটম্যান’ বা দুষ্কৃতদের একটি দলকে ভাড়া করাও হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছিল, বর্তমানে অন্য সরকারি সংস্থায় কর্মরত বিক্রম যাদব পান্নুন সম্পর্কে বিস্তারিত তথ্য পাঠিয়েছিলেন। তার মধ্যে খালিস্তানি নেতার নিউ ইয়র্কের ঠিকানাও ছিল। 

 

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও বিষয়টি জানতেন। বিদেশের মাটিতে ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদীদের হত্যা করার পরিকল্পনাই গত কয়েক বছর ধরে করে আসছে ভারতীয় গুপ্তচর সংস্থাটি। খালিস্তানি নেতা পান্নুনের গতিবিধি বহু দিন ধরেই নজরে রাখা হচ্ছিল। এমনকি নিউ ইয়র্কে তার ঠিকানায়ও নজর রাখছিল ভারতীয় গোয়েন্দারা। রিপোর্টে দাবি, ‘র’-এর তত্কালীন প্রধান সামন্ত গোয়েল এই হত্যার সিদ্ধান্ত অনুমোদন করেছিলেন এবং বিক্রম যাদব গোটা পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন