আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনি ভূখন্ড গাজায় নির্বিচার আগ্রাসন ও মানবাধিকারের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার অভিযোগ তুলে ইসরায়েলের সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক। গতকাল তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে এক ঘোষণা দিয়েছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত ৯ এপ্রিল তুরস্ক ইসরায়েলে ৫৪টি পণ্যের রপ্তানি বন্ধ ঘোষণা করে। সেই উদ্যোগের করা উল্লেখ করে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, এই নিষেধাজ্ঞা সত্ত্বেও দেখা গেছে যে, ইসরায়েল সরকার গাজায় আগ্রাসী অবস্থান অব্যাহত রেখেছে এবং ফিলিস্তিনে মানবিক সংকটকে আরও গুরুতর করে তুলেছে। এবার দেশটির সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ করল আঙ্কারা।
তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে ফিলিস্তিনিদেরর বিরুদ্ধে ইসরায়েলি হামলায় ফলে ১৫ হাজার শিশুসহ প্রায় ৩৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রায় ৭৮ হাজার মানুষ আহত হয়েছে। গত বছরের ৭ অক্টোবরের পর থেকে সংঘর্ষ বন্ধ, মানবিক ক্ষয়ক্ষতি ও অবকাঠামোগত ধ্বংস রোধ, স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত এবং দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে কূটনীতির সব উপায় ব্যবহার করে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে। ‘প্রথম দিন থেকেই আমাদের দেশ গাজার জনগণের সাহায্যে ছুটে গেছে। জাহাজ ও বিমানের মাধ্যমে এই অঞ্চলে কয়েক হাজার টন মানবিক সহায়তা পৌঁছিয়েছে। বিশেষ করে, খাদ্য, স্বাস্থ্য ও চিকিৎসা সহায়তা সামগ্রী, হাজার হাজার রোগীকে সরিয়ে নিয়েছে এবং এই কঠিন দিনে আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের পাশে দাঁড়িয়েছি।’