আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতাকে ইহুদিবিদ্বেষ হিসেবে আখ্যায়িত করে একটি বিল পাস করেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস। নাগরিক স্বাধীনতা আন্দোলনের পক্ষে সোচ্চার সংগঠনগুলোর বিরোধিতা উপেক্ষা করে গত বুধবার বিলটি পাস হয়। নিম্নকক্ষে ৩২০-৯১ ভোটে পাস হওয়া বিলটি এখন অনুমোদনের জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আর-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত হামলার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বেশ কিছুদিন ধরে যে বিক্ষোভ চলছে দৃশ্যত তার প্রতিক্রিয়া হিসেবে বিলটি পাস করা হয়েছে।
ইন্টারন্যাশনাল হলোকস্ট রিমেমব্র্যান্স অ্যালায়েন্সের (আইএইচআরএ) সংজ্ঞা অনুযায়ী, ইহুদিদের প্রতি ঘৃণা প্রকাশের পাশাপাশি ইসরায়েল রাষ্ট্রকে আক্রমণ করে কিছু বলাও ইহুদিবিদ্বেষের আওতাভুক্ত। কেননা, ইহুদিদের সম্মিলন হিসেবে ইসরায়েলকে বিবেচনা করা হয়। হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাস হওয়া বিলটিতে দৃশ্যত আইএইচআরএর ওই সংজ্ঞা গ্রহণ করা হয়েছে। সিনেটের অনুমোদন নিয়ে বিলটি আইনে পরিণত হলে ইহুদিবিদ্বেষ চর্চার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা বিভাগ দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তহবিল বন্ধ করে দেওয়ার সুযোগ পাবে।