আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় শ্লীলতাহানির অভিযোগ করলেন রাজভবনেরই এক অস্থায়ী নারীকর্মী। বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় তিনি—এই অভিযোগ করেন। যদিও ভারতের আইপিসির ৩৬১ ধারা অনুসারে দায়িত্বে থাকাকালীন কোনো রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না। তাই সংশ্লিষ্ট থানা পশ্চিমবঙ্গ সরকারকে বিষয়টি জানাচ্ছে। অভিযোগ, ওই নারী ২০১৯ সাল থেকে কলকাতার রাজভবনে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন। সম্প্রতি তাকে অন্য দপ্তরে নিয়ে আসা হয়। সেখানে রাজ্যপালের সঙ্গে তার আলাপ হয়।
একদিন রাজ্যপাল ওই নারীকে তার অফিসে ডেকে পাঠান। রাজ্যপালের কথায় অস্বস্তিবোধ করেন ওই নারী। বৃহস্পতিবার সন্ধ্যায়ও তাকে ডেকে পাঠানো হয়। তখন ওই নারী সঙ্গে তার সুপারভাইজারকে নিয়ে যান। রাজ্যপাল নাকি সুপারভাইজারকে চলে যেতে বলেন। কিছুক্ষণ পরেই ওই নারী রাজ্যপালের অফিস থেকে বেরিয়ে থানায় যান। রাজভবন থেকে এই অভিযোগ নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। এ ঘটনা প্রথম প্রকাশ্যে আনেন তৃণমূল কংগ্রেসের এমপি সাগরিকা ঘোষ। তিনি তার এক্স হ্যান্ডলে লেখেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। বিষয়টি ভীতিকর এবং ঘৃণার। এ ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। তার ৩টি সভা আছে। রাজভবনে রাত্রিবাস করবেন। তার আগেই এ কী কাণ্ড!