আন্তর্জাতিক ডেস্কঃ বৃটেনের সিটি মেয়র নির্বাচনে ফটো আইডি সঙ্গে না নিয়ে আসায় ভোট কেন্দ্রে ঢুকতে পারেননি সাবেক প্রধানমন্ত্রী ও লন্ডন মেয়র বরিস জনসন। বৃহস্পতিবার ছিল বৃটেনের সিটি মেয়র নির্বাচন। নির্বাচনে নিজের কেন্দ্র সাউথ অক্সফোর্ডশায়ারে ভোট দিতে যান বরিস জনসন, কিন্তু কেন্দ্রে ঢুকতে গিয়ে দেখা দেয় বিপত্তি। সাবেক এই প্রধানমন্ত্রী ভুল করে নিজের ফটো আইডি বাসায় ফেলে আসেন। সাবেক প্রধানমন্ত্রী হলেও আইডি ছাড়া তাকে কেন্দ্রে ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ। পরে তিনি আইডি নিয়ে ফিরে আসেন এবং ভোট দিতে সক্ষম হন। ভোট দেয়ার জন্য ফটো আইডি প্রয়োজন এমন নতুন নির্বাচন আইন ২০২২ সালে মি. জনসনের সরকার চালু করেছিল ।