আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেইনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাশিয়া খুব সম্ভবত উচ্চ বেতন আর রুশ পাসপোর্ট দেওয়ার লোভ দেখিয়ে কিউবার নাগরিকদের নিজেদের সেনাবাহিনীতে নিয়োগ দিচ্ছে। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। গত বছর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কিউবার দুই শতাধিক নাগরিকের পাসপোর্টের তথ্য অনলাইনে ফাঁস করে ইউক্রেইনপন্থি প্ল্যাটফর্ম ইনফরমনেইপাম। বলা হয়, ওই ব্যক্তিরা রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। ইনফর্মনেইপাম জানায়, মস্কোর দক্ষিণের নগরী তুলায় রাশিয়ার একটি মিলিটারি রিক্রুটমেন্ট অফিসের ইমেইল হ্যাক করে ওই পাসপোর্টগুলোর তথ্য সংগ্রহ করা হয়েছে।
বিবিসি জানায়, ইনফরমনেইপাম যেসব পাসপোর্টের তথ্য ফাঁস করেছে সেই নামগুলো ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সার্চ করে ৩১ জনকে পাওয়া গেছে যাদের ফেসবুক একাউন্ট দেখে বোঝা যাচ্ছে হয় তারা রাশিয়ায় আছেন বা রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ আছে। তাদের মধ্যে কেউ কেউ রাশিয়ার সামরিক বাহিনীর পোশাক পরেই ফেসবুকে ছবি পোস্ট করেছেন। অথবা এমন সব জায়গা থেকে ছবি পোস্ট করেছেন যেখানে রাশিয়ার সড়কের চিহ্ন বা রাশিয়ার নাম্বার প্লেট দেখা যাচ্ছে। আবার কেউ কেউ তাদের বর্তমান আবাস হিসেবে রাশিয়ার নাম উল্লেখ করেছেন। তাদের অনেকে গত বছরের দ্বিতীয়ার্ধ থেকে রাশিয়ার সঙ্গে সম্পর্কিত কনটেন্ট ফেসবুকে পোস্ট করা শুরু করেছে। তা থেকেই বোঝা যাচ্ছে কবে নাগাদ তারা রাশিয়া গিয়েছেন।