আন্তর্জাতিক ডেস্কঃ পাঁচ বছরের মধ্যে এই প্রথমবার ইউরোপ সফর শুরু করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রোববার সফরের শুরুতে প্যারিসের ওরলি বিমানবন্দরে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান ফরাসি প্রধানমন্ত্রী গ্যাবরিয়েল আত্তাল। সোমবার ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে বৈঠক করেন শি। ফ্রান্সের পর সার্বিয়া ও হাঙ্গেরি যাবেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ফ্রান্স সফরের মধ্যদিয়ে চীনা নেতা ২০১৯ সালের পর তার প্রথম ইউরোপ সফর শুরু করলেন। ফ্রান্স ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে শি’র এ সফর অনুষ্ঠিত হচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন না দেওয়ার জন্য চীনা নেতাকে সতর্ক করবেন বলে ধারণা করা হচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন না দেওয়ার জন্য চীনা নেতাকে সতর্ক করবেন বলে ধারণা করা হচ্ছে।