News71.com
 International
 06 May 24, 10:25 PM
 91           
 0
 06 May 24, 10:25 PM

বিদেশি শিক্ষার্থীদের কর্মঘণ্টা নির্ধারণ করে দিল কানাডা সরকার॥

বিদেশি শিক্ষার্থীদের কর্মঘণ্টা নির্ধারণ করে দিল কানাডা সরকার॥


আন্তর্জাতিক ডেস্কঃ বিদেশি শিক্ষার্থীদের সপ্তাহিক কর্মঘণ্টা নির্ধারণ করে দিল কানাডা সরকার। তার কারণ পড়াশুনার চেয়ে কাজে বেশি ব্যস্ত থাকায়, তাদের অ্যাকাডেমি পারফরম্যান্সে উল্লেখযোগ্য পতন হয়েছে। বিদেশি শিক্ষার্থীদের একাডেমিক পারফরম্যান্স উন্নত করার জন্য এই নিয়ম করেছে কানাডা সরকার। এই নিয়মে এখন থেকে বিদেশি শিক্ষার্থীরা সপ্তাহে ২৪ ঘণ্টা করে কলেজ ক্যাম্পাসের বাইরে কাজ করতে পারবেন। আগামী সেপ্টেম্বর মাস থেকে এই নিয়ম কার্যকর হবে। এর আগে বিদেশি শিক্ষার্থীদের ২০ ঘণ্টার বেশি ক্যাম্পাসের বাইরে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল। কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার বলেছেন, শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রতি সপ্তাহে ২০ ঘণ্টার বেশি কাজ করার অনুমতি দেওয়ার অস্থায়ী নীতির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে। এটি আর বাড়ানো হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন