News71.com
 International
 06 May 24, 10:25 PM
 90           
 0
 06 May 24, 10:25 PM

সুপ্রিমকোর্টের রায়ের পর পাকিস্তানের ক্ষমতায় ফেরার আশা করছে ইমরান খানের পিটিআই॥

সুপ্রিমকোর্টের রায়ের পর পাকিস্তানের ক্ষমতায় ফেরার আশা করছে ইমরান খানের পিটিআই॥


আন্তর্জাতিক ডেস্কঃ সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের দায়ের করা আবেদনের ভিত্তিতে অন্যান্য দলকে সংরক্ষিত আসন দেওয়ার পেশোয়ার হাইকোর্টের (পিএইচসি) সিদ্ধান্ত স্থগিত করেছে পাকিস্তানের সুপ্রিমকোর্ট। আজ সোমবার সুপ্রিমকোর্টের তিন সদস্যের বেঞ্চে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সংরক্ষিত আসন সংক্রান্ত আবেদনের উপর শুনানি হয়। আইনজীবী ফয়সাল সিদ্দিকি আদালতকে বলেন, স্বতন্ত্র বিজয়ী পিটিআই সদস্যরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দিয়েছিলেন। তখন বিচারপতি মনসুর আলী শাহ জানতে চান যে সাত প্রার্থী এখনও স্বতন্ত্র হিসাবে জাতীয় পরিষদের অংশ কিনা?বিচারপতি আতহার মিনাল্লাহ জানতে চান, পিটিআই নিবন্ধিত রাজনৈতিক দল কিনা। ফয়সাল সিদ্দিকী বলেন, পিটিআই একটি নিবন্ধিত রাজনৈতিক দল।

এদিকে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সংরক্ষিত আসনের বিষয়ে পেশোয়ার হাইকোর্টের (পিএইচসি) রায় স্থগিত করার সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ক্ষমতায় ফেরার আশাকে আবার জাগিয়ে তুলেছে। সোমবার ইসলামাবাদে পাখতুনখোয়া মিল্লি আওয়ামী পার্টির (পিকেএমএপি) প্রধান মাহমুদ খান আচাকজাইকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা আসাদ কায়সার সুপ্রিমকোর্টের রায়কে স্বাগত জানান।আদালত এ ধরনের রায় অব্যাহত রাখলে শিগগিরই পিটিআই ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন