News71.com
 International
 07 May 24, 10:36 AM
 79           
 0
 07 May 24, 10:36 AM

যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার কথা জানাল হামাস॥

যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার কথা জানাল হামাস॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজার শাসক হামাস গতকাল সোমবার রাতে বলেছে, তারা কাতার ও মিসরের দেওয়া একটি যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে। হামাস ঠিক কী প্রস্তাব মেনে নিয়েছে তা তাত্ক্ষণিকভাবে বিশদ জানা যায়নি। অন্য পক্ষ ইসরায়েল তা মানবে কি না সেটিও স্পষ্ট নয়। ইসরায়েল দক্ষিণ গাজার রাফাহ শহরে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি নিতে সেখানকার একাংশের এক লাখ মানুষকে সরে যাওয়ার পরামর্শ দেওয়ার দিনই হামাসের এ সম্মতির কথা জানা গেল। ইসরায়েল যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নিষেধ সত্ত্বেও রাফাহ শহরে অভিযান চালানোর কথা বারবার বলে আসছিল।

তাৎক্ষণিক খবরে জানা গেছে, হামাসের মেনে নেওয়া প্রস্তাবে যুদ্ধবিরতি, গাজার পুনর্গঠন, বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন ও বন্দিবিনিময় অন্তর্ভুক্ত রয়েছে। হামাসের কর্মকর্তা তাহের আল-নোনো বার্তা সংস্থাকে এ কথা জানিয়েছেন। তিনি গাজায় বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে কোনো কথা বলেননি। তবে সম্প্রতি আলোচনা হওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে জিম্মিদের মুক্তির কথা ছিল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান হামাসের প্রস্তাব মেনে নেওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন