আন্তর্জাতিক ডেস্কঃ জনসংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ হতে যাচ্ছে আজ মঙ্গলবার। দেশটির ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৯৩ আসনে এই দফার ভোটগ্রহণ হবে। আজকের ভোটের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপির অমিত শাহ, কংগ্রেসের দিগ্বিজয় সিং ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবের মতো কয়েকজন নেতা। আজকের দফায় যে আসনগুলোয় ভোট হতে যাচ্ছে, সেগুলোর বেশির ভাগই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির শক্ত ঘাঁটি।
সর্বশেষ লোকসভা নির্বাচনে (২০১৯) এই ৯৩ আসনের ৭১টিই জিতেছিল বিজেপি। প্রধান বিরোধী দল কংগ্রেস সেবার পেয়েছিল মাত্র চারটি আসন। আজ যেসব রাজ্যে ভোট তার মধ্যে রয়েছে বিজেপির তিন শক্ত ঘাঁটি গুজরাট, উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশ। পর্যবেক্ষকরা মনে করছেন, এবারের দফায় ভালো ফল করতে চাইলে কংগ্রেসসহ বিরোধী দলগুলোকে বিজেপিকে বড় ধরনের ধাক্কা দিতে হবে। তবে ঘাঁটির দখল ধরে রাখা শেষ পর্যন্ত হয়তো বিজেপি প্রার্থীদের জন্যও নিতান্ত সহজ হবে না। তৃতীয় দফার ভোটে গুজরাটে ২৫, কর্ণাটকে ১৪, মহারাষ্ট্রে ১১, উত্তর প্রদেশে ১০, মধ্য প্রদেশে ৯, আসামে চার, বিহারে পাঁচ, ছত্তিশগড়ে সাত, পশ্চিমবঙ্গে চার, গোয়ায় দুটি এবং দমন ও দিউয়ে দুটি করে আসনে ভোট হবে। যদিও গুজরাটের সুরাট আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জিতে গেছে।