আন্তর্জাতিক ডেস্কঃ এক লাখ সাধারণ ফিলিস্তিনিকে আজ সোমবার গাজার রাফাহ থেকে সরে যাওয়া নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী। এর মানে হলো—ওই অঞ্চলটিতে তারা এবার হামলা শুরু করার প্রস্তুতি নিচ্ছিল। তবে এই হামলার মুখে অবশেষে যুদ্ধবিরতির চুক্তিতে হামাস যোদ্ধারা রাজি হয়েছে বলে জানিয়েছে বিবিসি। কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হলেও এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। তবে যুদ্ধবিরতিতে হামাসের রাজি হওয়ার খবর পেয়ে গাজার বিভিন্ন স্থানে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অসংখ্য ফিলিস্তিনি।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাজার মাঝামাঝি অঞ্চলে অবস্থিত আল-আকসা হাসপাতালের বাইরে মানুষের উল্লাস দেখা গেছে। উল্লাসের বেশ কিছু ছবি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। বলা হয়েছে, শিশুরা আনন্দে লাফিয়ে উঠছিল আর বয়স্ক ব্যক্তিরা আনন্দে গান করছিল। উল্লাসের সময় হাঁড়ি-পাতিল বাজানোর মতো ধ্বনিও শোনা গেছে। এমনকি আনন্দ প্রকাশ করতে আগুনও জ্বালিয়েছিলেন কেউ কেউ।