আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার সকালে আকস্মিক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় লাহোর বিমানবন্দরে। এতে সেখানে ব্যাপক বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি হয়। বিঘ্নিত হয় হজ ফ্লাইটের উদ্বোধনসহ বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। এ খবর দিয়েছে অনলাইন এএনআই। এতে বলা হয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিমানবন্দরের লাউঞ্জ এলাকায় এই আগুন লাগে। সঙ্গে সঙ্গে জরুরি বিভাগ আগুন নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়। প্রকৃতপক্ষে ইমিগ্রেশন কাউন্টারের সিলিং থেকে আগুনের সূত্রপাত হয়ে লাউঞ্জ এলাকা ধোয়ায় ভরে যায়। পাকিস্তানের আজ নিউজ যে ছবি প্রচার করেছে তাতে দেখা যায়, ধোয়ার কুণ্ডলি ওই এলাকাকে পুরো আচ্ছন্ন করে ফেলে।ফলে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। দ্রুততার সঙ্গে বিশেষায়িত একটি টিম অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণে কাজ করে।