News71.com
 International
 11 May 24, 06:22 PM
 66           
 0
 11 May 24, 06:22 PM

জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল॥

জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল॥

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ১লা জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।গতকাল শুক্রবার বিকেলে সুপ্রিম কোর্ট তাকে এই জামিন মঞ্জুর করে। উল্লেখ্য, চলমান লোকসভার চূড়ান্ত দফার নির্বাচন ১লা জুন। দিল্লিতে মদ বিষয়ক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ২১শে মার্চ আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বর্তমানে তিনি দিল্লির তিহার জেলে আছেন। মুক্তি পাওয়ার পর ২রা জুন তাকে জেল কর্মকর্তাদের কাছে আত্মসমর্পণ করতে হবে। আদালত বলেছে, এই সময়ের চেয়ে বেশি সময় জামিন আবেদনের শুনানি হবে আগামী সপ্তাহে। কেজরিওয়ালের আইনি টিম তার জামিন নির্বাচনের পর এবং নতুন সরকার গঠনের পর জুলাই পর্যন্ত চেয়েছিলেন। সুপ্রিম কোর্টের দু’জন বিচারক সঞ্জীব খান্না এবং দিপঙ্কর দত্তের বেঞ্চে এই জামিন আবেদনের শুনানি হয়। তারা বলেন, রাজ্যসভা এমপি সঞ্জয় সিংয়ের ওপর একই জামিন আদেশ প্রযোজ্য হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন