News71.com
 International
 11 May 24, 09:44 PM
 74           
 0
 11 May 24, 09:44 PM

আফগানিস্তানে বন্যায় মৃত্যু তিন শতাধিক॥

আফগানিস্তানে বন্যায় মৃত্যু তিন শতাধিক॥


আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে মৌসুমি বৃষ্টির বন্যায় তিন শতাধিক মানুষ মারা গেছেন। শনিবার (১১ মে) তাদের মৃত্যুর বিষয়টি জানিয়েছে জাতিসংঘ খাদ্য সংস্থা। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতির ওপর জাতিসংঘের বিশেষ প্রতিবেদক রিচার্ড বেনেট, বলেন, আফগানিস্তানের জলবায়ু সংকটের জন্য তাৎক্ষণিক সহায়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে বন্যায় বেঁচে যাওয়া ব্যক্তিদের মধ্যে সুরক্ষিত বিস্কুট বিতরণ করছে।

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাঘলানে আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১১ জন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, শত শত মানুষ এই বিপর্যয়কর বন্যায় আত্মহত্যা করেছেন। এছাড়া অনেকেই আহত হয়েছেন। তিনি বলেন, বাদাখশান, বাঘলান, ঘোর ও হেরাত প্রদেশের অবস্থা খুবই খারাপ। এই এলাকায় ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে। মরদেহ উদ্ধার, আহতদের চিকিৎসা প্রদানসহ যাবতীয় কর্মকাণ্ড দ্রুত করার নির্দেশ দিয়েছে সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন