আন্তর্জাতিক ডেস্কঃ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেতানেত্রীরা জেলে যাবেন। শুধু বিরোধী নেতৃত্ব নয়, নিজের দলের যোগী আদিত্যনাথের মতো নেতাকেও শেষ করে দেবেন মোদি-শাহ জুটি। এমন মন্তব্য করেছেন সদ্য কারামুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুধু তাই নয়, দিল্লির মুখ্যমন্ত্রীর অভিমত, হয়ত বিজেপি জয় পেতে পারে। তবে বিজেপি জিতলেও মোদি হবেন এক বছরের প্রধানমন্ত্রী। পরবর্তী প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ। মোদি যে ভোট চাইছেন তা অমিত শাহর জন্য।
তিহার জেল থেকে অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। ১ জুন ভোট শেষ হলেই ২ জুন তাকে জেলে ফিরে যেতে হবে। তবে তার আগে শনিবার (১১ মে) স্ত্রী সুনীতা কেজরিওয়ালকে নিয়ে প্রথম প্রচারে বের হন দিল্লির মুখ্যমন্ত্রী। এ দিন সকালে দিল্লির কনাট প্লেসের হনুমান মন্দির, তারপর নবগ্রহ মন্দিরে পূজা দিয়ে একটি রোড শো করেন। তারপর একটি সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেছেন কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেবলমাত্র বিরোধী নেতৃত্বকে জেলে ভরবেন তাই নয়, নিজের দলের নেতাদেরও শেষ করে দেবেন।
তার দাবি, ভোট মিটলেই তার দলের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আসামের হিমন্ত বিশ্বশর্মার মতো নেতাদের ধুলোয় মিশিয়ে দেবেন মোদি। কেজরিওয়ালের দাবি, মোদি এক দেশ, এক নেতা অভিযান শুরু করে দিয়েছেন। আর সে কারণে যোগী আদিত্যনাথের মতো নেতারও রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হতে চলেছে। দলের প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি, মুরলিমনোহর জোশি, শিবরাজ সিং চৌহান, বসুন্ধরা রাজে, মনোহরলাল খট্টর, রমন সিংকে তিনি (মোদি) শেষ করে দিয়েছেন। এরপরের পালা যোগীদের। মোদি ক্ষমতায় এলে, দুই মাসের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বদল করে দেবেন।