আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে নতুন করে স্থল হামলা চালিয়ে পাঁচটি গ্রাম দখল করেছে মস্কোর বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ভভচানস্ক শহরের সাংবাদিকরা রুশ বিমান হামলায় বেশ কয়েকটি ভবন ধ্বংস হওয়ার বর্ণনা দিয়েছেন। ইউক্রেনের খারকিভ অঞ্চল ও রাশিয়ার সীমান্তে বিরোধপূর্ণ ‘ধূসর অঞ্চলে’ (গ্রে এরিয়া) অবস্থিত। গ্রামগুলো রাশিয়া দখল করেছে কিনা তা শনিবার নিশ্চিত করেননি ইউক্রেনীয় কর্মকর্তারা। ইউক্রেনের সাংবাদিকরা জানিয়েছেন, শুক্রবার বোরিসিভকা, ওহির্তসেভ, পাইলনা ও স্ট্রিলেচা গ্রাম দখল করে নিয়েছে রুশ সেনারা। রাশিয়া জানিয়েছে, প্লেটেনিভকা গ্রামটিও দখল করে নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, স্ট্রিলেচা ও প্লেটেনিভকার পাশাপাশি ক্রাসনে, মোরোখোভেটস, ওলিনিকোভ, লুকিয়ান্তি এবং হাতিশে লড়াই চলছে। তিনি বলেন, ‘আমাদের সেনারা ইউক্রেনের ভূখণ্ড রক্ষায় দ্বিতীয় দিনের মতো সেখানে পাল্টা হামলা চালাচ্ছে।’ অস্ত্র ও জনবল সংকটে ভুগছে ইউক্রেন। এই সুযোগে একের পর আক্রমণ চালিয়ে ইউক্রেনের অঞ্চল দখল করছে রুশ সেনারা।