News71.com
 International
 12 May 24, 11:34 PM
 76           
 0
 12 May 24, 11:34 PM

রাশিয়ার আবাসিক ভবনে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা॥ নিহত ৭

রাশিয়ার আবাসিক ভবনে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা॥ নিহত ৭

 

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার একটি আবাসিক ভবনে সোভিয়েত আমলের তৈরি ক্ষেণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত সাতজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। রুশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের। বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের চালানো এই হামলাটিকে বর্তমানের সবেচেয়ে মারাত্মক হামলা হিসেবে বলা হচ্ছে। রুশ কর্মকর্তাদের মতে, হামলাটি তোচকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অ্যাডলার ও আরএম-৭০ ভ্যাম্পায়ার (এমএলআরএস) রকেট সিস্টেমের সমন্বয়ে বিশাল ক্ষেপণাস্ত্র হামলা।

ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, ভবনটির অন্তত ১০ তলা ধসে পড়ছে। পরে, জরুরি পরিষেবাগুলো জীবিতদের উদ্ধার করতে এগিয়ে আসে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এটি আবাসিক ভবনে সন্ত্রাসী হামলা। স্থানীয় সময় ৮টা ৪০ মিনিটের দিকে এই হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ১২টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। পরে গুলি করে বিধ্বস্ত করা তোচকা-ইউ ক্ষেপণাস্ত্রের একটি টুকরো বেলগোরোদ শহরের আবাসিক ভবনে আঘাত হেনেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন