News71.com
 International
 15 May 24, 08:58 AM
 32           
 0
 15 May 24, 08:58 AM

রাফায় ইসরায়েলি বর্বরতার বিষয়ে বৃহস্পতিবার আইসিজেতে শুনানি॥

রাফায় ইসরায়েলি বর্বরতার বিষয়ে বৃহস্পতিবার আইসিজেতে শুনানি॥


আন্তর্জাতিক ডেস্কঃ রাফায় ইসরাইলের হামলার জবাবে নতুন করে জরুরি ব্যবস্থা নিতে দক্ষিণ আফ্রিকা জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) আবেদন জানিয়েছে। এই আবেদনের ওপর শুনানি হবে বৃহস্পতি ও শুক্রবার। আদালতকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে আরও বলা হয়, জানুয়ারিতে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা আইসিজেতে গণহত্যার অভিযোগে মামলা করে। সেই মামলা এখনো চলমান। তারই অংশ হিসেবে ইসরাইলের বিরুদ্ধে নতুন করে জরুরি ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে। এই মামলায় আনুষ্ঠানিকভাবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্ত হয়েছে মিশর, তুরস্ক ও কলম্বিয়া। ওদিকে বিশ্বনেতাদের সতর্কতাকে উপেক্ষা করে গাজায় নির্বিচারে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইল। তারা নুসেইরাত শরণার্থী শিবিরে সোমবার দিবাগত রাতে যুদ্ধবিমান থেকে বোমা হামলা করেছে। এতে মধ্য গাজায় এই শরণার্থী শিবিরে শিশুসহ কমপক্ষে ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।গাজার উত্তরে ‘ইভাকুয়েটিং জোন’ এবং জাবালিয়ার আশ্রয়কেন্দ্রগুলো ঘিরে রেখেছে ইসরাইলি ট্যাংক, বুলডোজার এবং সাঁজোয়া গাড়ি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন