News71.com
 International
 15 May 24, 10:57 PM
 146           
 0
 15 May 24, 10:57 PM

ভূমি দুর্নীতির মামলায় জামিন পেলেও কারাগারেই থাকতে হচ্ছে ইমরান খানকে॥

ভূমি দুর্নীতির মামলায় জামিন পেলেও কারাগারেই থাকতে হচ্ছে ইমরান খানকে॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভূমি দুর্নীতির মামলায় বুধবার জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে জামিন পেলেও আরও দুটি মামলায় তাকে জেলেই থাকতে হবে। তার আইনজীবী এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের। ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধভাবে জমি উপহার নেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ২০১৮-২২ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন তিনি একজন রিয়েল এস্টেট ডেভলপারের থেকে এই জমি নিয়েছেন। ইমরানের দলের আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি অন্য দুটি মামলায় কারাগারে থাকার কথাও জানিয়েছেন তিনি। মামলার দুটির মধ্যে একটি রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস করা এবং অন্যটি ইসলামী আইন লঙ্ঘন করে বিয়ে করা। তবে এই অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন ইমরান খান। গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রতিষ্ঠাতা। মোট চারটি মামলায় তিনি দোষী সাব্যস্ত হলেও দুটি মামলায় তার সাজা স্থগিত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন