News71.com
 International
 24 May 24, 06:50 PM
 55           
 0
 24 May 24, 06:50 PM

পাকিস্তানে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা আরব আমিরাতের

পাকিস্তানে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা আরব আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে অন্তত ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শাহবাজ শরিফের সংযুক্ত আরব আমিরাত সফরকালে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান এ ঘোষণা দেন।পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শাহবাজ শরিফ ও শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইতে বৈঠক করেন। সেখানেই মূলত পাকিস্তানের সংকটাপন্ন অর্থনীতিতে গতি ফিরিয়ে আনতে সহযোগিতার কথা জানান নাহিয়ান। আর তারই ধারাবাহিকতায় এই বিনিয়োগের ঘোষণা। 

আরব আমিরাতের সংবাদ সংস্থা ওয়াম নিউজ জানিয়েছে, মূলত পাকিস্তানের অর্থনীতি শক্তিশালী করা, এটিকে সহযোগিতা করা এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে এই ঘোষণা দেওয়া হয়েছে আরব আমিরাতের পক্ষ থেকে। এ বিষয়ে এক বিবৃতিতে পাকিস্তান সরকার বলেছে, ‘সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান পাকিস্তানের একাধিক খাতে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন।’ 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন