আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ অংশ নিজেদের বলে দাবি করে আসছে চীন। তবে দেশটির এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ। গত শুক্রবার টোকিওতে অনুষ্ঠিত ফিউচার অব এশিয়া ২০২৪ কনফারেন্সে স্বভাবসুলভ ভঙ্গিতে এমন কথা বললেন তিনি। চীনের 'উচ্চাভিলাষী' প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে থাকা দেশটির সাথে সংঘর্ষ এড়ানো গুরুত্বপূর্ণ বলে অভিহিত করে নিক্কেই এশিয়াকে মাহাথির যুক্তি দিয়ে চীনের উদ্দেশ্যে বলেন, আপনারা দক্ষিণ চীন সাগরকে দাবি করতেই পারেন। তবে আমাদের কাছে শি জিনপিংয়ের নেতৃত্বে দেশটির সাথে সংঘর্ষ এড়ানো আরও গুরুত্বপূর্ণ। আমরা শুধু নিজেদের মধ্যে এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে শান্তিতে থাকতে চাই।