আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দিল্লি থেকে বারাণসীগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পেয়েছে বিমান কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে এই হুমকির পর ফ্লাইট থেকে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ভোর পাঁচটার দিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট আগে ফ্লাইটটি স্থগিত করা হয়। পরে পুলিশকে জানালে তারা তদন্তে নেমেছে বলে খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
৬-ই২২১১ নামের ফ্লাইটের একজন কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে বিমান ছাড়ার ঠিক আগ মুহূর্তে একটি চিরকুট পান ওই ফ্লাইটের পাইলট। চিরকুটে লেখা ছিল- ‘ ৩০ মিনিটের মধ্যে বোমা বিস্ফোরণ’। এরপর পাইলট কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলে তখনই ফ্লাইটে থাকা ১৭৬ জন যাত্রীকে জরুরি বহির্গমন দরজা দিয়ে নিরাপদে বের করে নিয়ে আসা হয়।