News71.com
 International
 29 May 24, 11:10 AM
 86           
 0
 29 May 24, 11:10 AM

ভারতে নরেন্দ্র মোদি আর মাত্র ৭-৮ দিনের প্রধানমন্ত্রী॥ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতে নরেন্দ্র মোদি আর মাত্র ৭-৮ দিনের প্রধানমন্ত্রী॥ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 


আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নরেন্দ্র মোদি আর ক্ষমতায় ফিরবেন না। তাকে আর হয়ত ৭-৮ দিন প্রধানমন্ত্রী বলতে পারব। মঙ্গলবার এক সভায় তিনি এই মন্তব্য করেন।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রে এবার আর ক্ষমতায় আসছে না বিজেপি। নরেন্দ্র মোদিকে হয়ত আর ৭-৮ দিন প্রধানমন্ত্রী বলতে পারব। তীব্র হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, হিংসুটেরা বাংলার উন্নয়ন দেখতে পায় না।

একইদিন পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরে এক সভায় নরেন্দ্র মোদি বলেন, বিজেপি এবার বাংলাতেই সবচেয়ে ভালো ফল করবে। তিনি বলেন, তুষ্ট করার রাজনীতি করতে সিএএর বিরোধিতা করছে তৃণমূল। সিএএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তারা। ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারতে বহু মানুষ নাগরিকত্ব পেয়ে গেছেন। কারো কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া হয়নি। নাগরিকত্ব দিয়ে তাদের ভারত মায়ের সন্তান বানানো হয়েছে। এই নাগরিকত্ব দিচ্ছে দেশের সংবিধান। পৃথিবীর কোনো শক্তি মোদির সংকল্পকে আটকাতে পারবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন