News71.com
 International
 29 May 24, 11:33 PM
 81           
 0
 29 May 24, 11:33 PM

ভারতের রাজধানী দিল্লির তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস॥ লাল সতর্কতা জারি

ভারতের রাজধানী দিল্লির তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস॥ লাল সতর্কতা জারি


নিউজ ডেস্কঃ দিল্লিতে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস। কর্তৃপক্ষ সতর্ক করেছে প্রত্যাশা অনুযায়ী তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি হওয়ার কারণে পানির সঙ্কট দেখা দিতে পারে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) বলেছে, তারা মঙ্গলবার দিল্লির উপকণ্ঠে নারেলা এবং মুঙ্গেশপুর স্টেশনে ৪৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। ভয়াবহ দাবদাহের মধ্যে এই পরিমাপ করা হয়। এই তাপমাত্রা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলে আইএমডি সতর্ক করেছে। বিশেষ করে নবজাতক, প্রবীণ এবং যাদের জটিল রোগ আছে তাদের জন্য পরিস্থিতি খুবই কঠিন। ভারতে গ্রীষ্মে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া কোনো অস্বাভাবিক ঘটনা নয়। আবহাওয়ার পূর্বাভাসে ৩ কোটি মানুষের শহর দিল্লিতে তাপমাত্রার কারনে লাল সতর্কতা জারি করা হয়েছে। লোকজনকে সাবধানে থাকতে বলা হয়েছে।

এর আগে দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৯.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল ২০২২ সালের মে মাসে। এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান। এতে বলা হয়, বিজ্ঞানীদের বছরের পর বছর গবেষণায় দেখা গেছে জলবায়ু পরিবর্তনের কারণে দাবদাহের সৃষ্টি হচ্ছে। তা দীর্ঘস্থায়ী, ঘনঘন এবং তীব্র হচ্ছে। এমন অবস্থায় রাজধানীতে বসবাসকারীদেরকে পানি সংকটের বিষয়ে সতর্ক করেছে শহর কর্তৃপক্ষ। পানি বিষয়ক মন্ত্রী অতিশী মারলেনা পানির অপচয় রোধে সম্মিলিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পানির সঙ্কট সমাধানে আমরা বিভিন্ন এলাকায় দিনে দু’বারের পরিবর্তে একবার পানি দেয়ার মতো আরও কিছু পদক্ষেপ নিয়েছি। এভাবে যে পানি সেভ হবে, তা রেশনিং করা হবে। তারপর যে এলাকায় পানির সংকট থাকবে সেখানে সরবরাহ দেয়া হবে। তাও একদিনে ১৫ থেকে ২০ মিনিট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন