আন্তর্জাতিক ডেস্কঃ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কন্যাকুমারীতে ধ্যানে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে মোদির ধ্যান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তার ধ্যানমগ্ন হওয়ার ছবি যাতে টেলিভিশনে সম্প্রচার না করা হয় সে জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে ভারতের দুই রাজনৈতিক দল সিপিএম এবং কংগ্রেস। বুধবার তামিলনাডু সিপিএমের রাজ্য সম্পাদক কে বালকৃষ্ণণ দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে একটি চিঠি দেন। সেই চিঠিতে সিপিএম নেতা লেখেন যে, মোদি ব্যক্তিগতভাবে কোথাও ধ্যানে বসতেই পারেন। কিন্তু প্রধানমন্ত্রীর ধ্যানমগ্ন হওয়া বিভিন্ন প্রচারমাধ্যমে সরাসরি সম্প্রচারিত করা হলে দেশে সপ্তম দফা ভোটের আগে তা নির্দিষ্ট একটি দলকে (বিজেপি) বিশেষ সুবিধা দেবে। নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি যাতে ভঙ্গ না হয়, সে কারণে এই সম্প্রচার বন্ধ রাখার দাবি জানিয়েছেন বালকৃষ্ণণ।