News71.com
 International
 30 May 24, 06:08 PM
 111           
 0
 30 May 24, 06:08 PM

৪ জুলাই সাধারণ ইংল্যান্ডে নির্বাচন।।ভেঙে দেওয়া হল ব্রিটিশ পার্লামেন্ট

৪ জুলাই সাধারণ ইংল্যান্ডে নির্বাচন।।ভেঙে দেওয়া হল ব্রিটিশ পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যে আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। এ উপলক্ষে বৃহস্পতিবার ভেঙে দেওয়া হয়েছে দেশটির পার্লামেন্ট। এই নির্বাচনের মধ্য দিয়ে কনজারভেটিভদের টানা ১৪ বছরের শাসনের অবসান হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শাসনক্ষমতায় ফিরতে পারে লেবার পার্টি। নির্বাচনী তফসিল অনুযায়ী, যুক্তরাজ্যের পার্লামেন্টের ৬৫০টি আসন মধ্যরাত থেকে শূন্য হয়েছে। এর মধ্য দিয়ে পাঁচ সপ্তাহের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

স্থানীয় সময় গত ২২ মে বিকালে লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে হাজির হয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার অন্তত ছয় মাস আগেই এই নির্বাচনের ঘোষণা দেন তিনি। বিশ্লেষকদের মতে, ক্রমেই জনপ্রিয়তা কমতে থাকা ও অর্থনৈতিক চ্যালেঞ্চসহ নানা চাপে ছিলেন ঋষি সুনাক। তাই, আগাম নির্বাচন করে পার পাইতে চাইছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন