News71.com
 International
 30 May 24, 06:10 PM
 91           
 0
 30 May 24, 06:10 PM

মোদির আগে এত নোংরা কথা ভারতের কোনো প্রধানমন্ত্রী বলেননি॥ ড. মনমোহন সিং এর কটাক্ষ

মোদির আগে এত নোংরা কথা ভারতের কোনো প্রধানমন্ত্রী বলেননি॥ ড. মনমোহন সিং এর কটাক্ষ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইঙ্গিত করে বলেছেন, দেশের কোনো বিশেষ অংশ (সম্প্রদায়) বা বিরোধী দলকে লক্ষ্যবস্তু করার জন্য পূর্ববর্তী কোনো প্রধানমন্ত্রী এমন বাজে, অসংসদীয় ও নিম্নমানের ভাষা ব্যবহার করেননি। আর দেশের একটি ধর্মীয় সম্প্রদায় থেকে অন্যান্য ধর্মীয় সম্প্রদায়কে আলাদা নজরে দেখা বিজেপির ‘বিশেষ অধিকার’। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। লোকসভা নির্বাচনের শেষ ধাপের আগে দেশের জনগণকে সম্বোধন করে লেখা এক চিঠিতে মনমোহন সিং আজ বৃহস্পতিবার এসব কথা বলেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছিলেন যে, প্রধানমন্ত্রী থাকাকালে মনমোহন সিং বলেছিলেন—সম্পত্তিতে প্রথম অধিকার পাবে মুসলিমরা। তবে কংগ্রেস সেই দাবি প্রত্যাখ্যান করেছে। কিন্তু যাকে নিয়ে মোদির মন্তব্য, সেই মনমোহন সিং দীর্ঘ কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও মুখ খুলছিলেন না। অবশেষে তিনি মুখ খুলেছেন এবং বলেছেন, ‘সম্প্রদায়গুলোর মধ্যে বিভেদ তৈরি বা আলাদা নজরে দেখা কখনোই ঠিক হবে না।’ মনমোহন সিং বলেন, ‘আমি এই নির্বাচনের প্রচারের সময় রাজনৈতিক আলোচনা খুব মনোযোগ দিয়ে দেখছি। মোদি জঘন্য ঘৃণাত্মক বক্তব্য দিয়েছেন, যা একেবারেই বিভাজন সৃষ্টিকারী। মোদি হলেন প্রথম প্রধানমন্ত্রী, যিনি তাঁর পদের মর্যাদাহানি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভাবগাম্ভীর্য কমিয়েছেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন