News71.com
 International
 30 May 24, 11:07 PM
 83           
 0
 30 May 24, 11:07 PM

সংশোধিত আইনে পশ্চিমবঙ্গসহ ৩ রাজ্যে নাগরিকত্ব দিল ভারত॥

সংশোধিত আইনে পশ্চিমবঙ্গসহ ৩ রাজ্যে নাগরিকত্ব দিল ভারত॥

আন্তর্জাতিক ডেস্কঃ সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) আওতায় নাগরিকত্ব দেওয়া শুরু করেছে ভারত। এরই মধ্যে দেশটির পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড ও হরিয়ানা রাজ্যে বেশ কয়েকজনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। তবে ঠিক কতজনকে দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার জানিয়েছে, তারা এই তিন রাজ্যে বেশ কয়েকজনকে নতুন সংশোধিত নাগরিকত্ব আইনে নাগরিকত্ব দিয়েছে। একটি সূত্র জানিয়েছে, পশ্চিমবঙ্গে অন্তত আটজনকে এই আইনের আওতায় নাগরিকত্ব দেওয়া হয়েছে। এই আটজনের সবাই বাংলাদেশ থেকে যাওয়া বলে জানিয়েছে সূত্রটি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সংশোধিত নাগরিকত্ব আইন, ২০২৪-এর অধীনে নাগরিকত্বের শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হয়েছে। প্রথম ধাপে পাওয়া আবেদনের ভিত্তিতে সেখানকার ক্ষমতাপ্রাপ্ত কমিটি নাগরিকত্ব দিয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, হরিয়ানা ও উত্তরাখণ্ডের ক্ষমতাপ্রাপ্ত কমিটিগুলোও আবেদনকারীদের প্রথম একটি দলকে সিএএর অধীনে বেশ কয়েকজনকে নাগরিকত্ব দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন