নিউজ ডেস্কঃ ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হচ্ছে আজ। সকাল থেকে শুরু হওয়া এই গননায় প্রথম রাউন্ডের ফলে বিজেপি ও বিরোধী জোটের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই চলছে। টানা তৃতীয় মেয়াদে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোট ক্ষমতায় থাকছে নাকি কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট ক্ষমতায় আসছে সেটা জানা যাবে আজ। যদিও ইতিমধ্যে প্রকাশিত বুথ ফেরত জরিপগুলোর ফল বলছিলো , আগের চেয়ে বেশি আসন পেয়ে ক্ষমতায় আসছে বিজেপি জোট। আর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি। যদিও বাস্তবে ফলাফল বলছে উল্টো কথা। শুরু থেকেই এনডিএ ও ইন্ডিয়া জোটের মধ্যে শুরু হয়েছে তীব্র লড়াই।
তবে শুরু থেকেই জরিপের ফলকে পাত্তা দিচ্ছে না বিরোধী ইন্ডিয়া জোট। জোটের শীর্ষ নেতাদের দাবি তারা ২৯৫টি আসনে জিততে চলেছে। আজ ভোট গণনার দিন কংগ্রেস-সহ বিরোধী দলগুলো কর্মীদের প্রত্যেককে সতর্ক থাকতে বলেছে। খবর: এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা।এবারের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে সাত ধাপে। গত ১৯ এপ্রিল ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় ৩১ মে। এবারের নির্বাচনে সর্বোচ্চ ভোটের বিশ্ব রেকর্ড করেছে ভারত। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার মোট ভোট দিয়েছেন ৬৪ কোটি ২০ লাখ ভোটার এবং এই ভোটারদের প্রায় অর্ধেক ৩১ কোটি ২০ লাখই নারী। তাই বৃহত গণতান্ত্রিক দেশের ক্ষমতায় কে আসছে তার দিকে আজ নজর থাকছে ভারতসহ সারা বিশ্বের।