আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (৫ জুন) শুনানি শেষে আদালত তার আবেদন নাকচ করে দেন। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে চিকিৎসার জন্য সাত দিনের অন্তর্বর্তী জামিন চেয়েছিলেন তিনি। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়, আগামী ১৯ জুন পর্যন্ত তাকে জেল হেফাজতেই থাকার নির্দেশ দিয়েছেন আদালত। তবে কেজরিওয়ালের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য পৃথক নির্দেশও দিয়েছেন বিচারপতি।
দিল্লির আদালতে কেজরিওয়ালের হয়ে অবেদন করেন তার আইনজীবী বিবেক জৈন। তিনি বিচারপতি কাবেরী বাবেজাকে জানান, মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতিতে বিশেষ কিছু উদ্বেগের কারণ রয়েছে। তার উপযুক্ত চিকিৎসা প্রয়োজন। কিন্তু আদালত তার আবেদন খারিজ করে দেন।