News71.com
 International
 10 Jun 24, 12:16 AM
 86           
 0
 10 Jun 24, 12:16 AM

নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন যারা॥

নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন যারা॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ নরেন্দ্র মোদি আজ তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর তিনিই টানা তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিসভার ৭১ সদস্যও একযোগে শপথ নিয়েছেন মোদির সঙ্গে। এর মধ্যে ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মোদিসহ অন্য মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। মোদির মন্ত্রিসভায় এবার ৩০ জন পূর্ণ মন্ত্রী রয়েছেন। প্রতিমন্ত্রী রয়েছেন ৩৬ জন। দপ্তরবিহীন প্রতিমন্ত্রী হয়েছেন পাঁচজন। পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ পাঠ করেছেন নীতীন গড়কারি, রাজনাথ সিং, অমিত শাহ, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারমণ, এস জয়শঙ্কর, মনোহর লাল খাত্তার, এইচ ডি কুমারাস্বামী, পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, জিতন রাম মাঞ্জি, সর্বানন্দ সোনোয়াল, রাজীব রঞ্জন সিং, বীরেন্দ্র কুমার, কে রাম মোহন নাইডু। এছাড়াও আছেন প্রহ্লাদ যোশি, জুয়াল ওরাম, জি কিষান রেড্ডি, কিরেন রিজিজু, চিরাগ পাসওয়ান, হরদীপ সিং পুরি, মনসুখ মান্ডাভিয়া, ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, গিরিরাজ সিং, অশ্বিনী বিষ্ণু ও রাও ইন্দ্রজিৎ সিং। তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে যাবেন সেটি এখনও জানানো হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন