News71.com
 International
 10 Jun 24, 11:25 PM
 36           
 0
 10 Jun 24, 11:25 PM

দক্ষিণ কোরিয়ায় আবারও উত্তর কোরিয়ার ৩ শতাধিক আবর্জনা ভর্তি বেলুন॥

দক্ষিণ কোরিয়ায় আবারও উত্তর কোরিয়ার ৩ শতাধিক আবর্জনা ভর্তি বেলুন॥


আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিবেশী দক্ষিণ কোরিয়ায় আরও ৩ শতাধিক আবর্জনা ভর্তি বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় গতকাল রোববার গভীর রাতে এই আবর্জনা ভর্তি বেলুনগুলো পাঠায় পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীকে উদ্ধৃত করে দেশটির সংবাদ সংস্থা ইয়ুনহাপ এ তথ্য জানিয়েছে। ইয়ুনহাপকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় অন্তত ৩১০টি আবর্জনা ভর্তি বেলুন পাঠিয়েছে। উত্তরের প্রেসিডেন্ট কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং দক্ষিণের বিরুদ্ধে নতুন করে পাল্টা প্রতিশোধের ঘোষণা দেওয়ার পরপরই এই বেলুনগুলো পাঠানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় সশস্ত্রবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের উদ্ধৃতি দিয়ে ইয়ুনহাপ বলেছে, ‘রোববার গভীর রাতে পাঠানো বর্জ্য-বোঝাই বেলুনগুলোর সর্বশেষ ব্যাচটিতে বাতিল কাগজ এবং প্লাস্টিক ছিল, এখন পর্যন্ত কোনো বিষাক্ত পদার্থ শনাক্ত করা যায়নি।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, আজ সোমবার ভোর পর্যন্ত আকাশে আর কোনো অতিরিক্ত বেলুন শনাক্ত করা যায়নি। এর আগে, গত মে মাসের শেষ দিকে কমপক্ষে ২৬০টি বেলুনের সঙ্গে মানুষের মলসহ ময়লা-আবর্জনা ভর্তি ব্যাগ জুড়ে দিয়ে সেগুলোকে দক্ষিণ কোরিয়ায় পাঠায় উত্তর। সে সময় দক্ষিণ কোরিয়ার দেশটির ৯টি প্রদেশের ৮ টিতেই ময়লাসহ উড়ে আসা বেলুন পাওয়া গেছে। এগুলোকে এখন বিশ্লেষণ করে দেখছে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন