News71.com
 International
 11 Jun 24, 11:02 AM
 44           
 0
 11 Jun 24, 11:02 AM

আন্তর্জাতিক অঙ্গনে বন্ধুর খোঁজে মরিয়া তালেবান॥ তিন বছরেও স্বীকৃতি মেলেনি কোন দেশের

আন্তর্জাতিক অঙ্গনে বন্ধুর খোঁজে মরিয়া তালেবান॥ তিন বছরেও স্বীকৃতি মেলেনি কোন দেশের

 

 

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান বিভিন্ন চ্যানেলে আঞ্চলিক এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগের তীব্র প্রচেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার পরবর্তী ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এখন পর্যন্ত কোনো দেশ তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। উপরন্তু নিকট প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে তালেবানের সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে। এমন পরিস্থিতিতে বন্ধুর খোঁজে মরিয়া তালেবান। 

 

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সম্প্রতি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগদান করে তালেবান সরকারের প্রতিনিধি দল। সেখানে তারা  ইরান, চীন, রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করে। এছাড়া তারা পশ্চিম এশিয়াসহ অন্যান্য দেশগুলোর সঙ্গেও সম্পর্ক তৈরির চেষ্টা করছে। সম্প্রতি আবু ধাবির নেতা শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কাবুলে তালেবানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজ উদ্দীন হাক্কানির সঙ্গে একটি বৈঠক করেন। সিরাজ উদ্দিন আফগানিস্তানের হাক্কানি নেটওয়ার্কের প্রধান যা দেশটির সরকারের একটি গুরুত্বপূর্ণ অংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন