আন্তর্জাতিক ডেস্কঃ চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে রুশ সেনাবাহিনীতে নিয়োগ করা দুই ভারতীয় নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, সরকার বিষয়টি রাশিয়ার কাছে উত্থাপন করেছে। খবর অনুসারে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী রুশ সেনাবাহিনীতে ভারতীয়দের নিয়োগ অবিলম্বে বন্ধ করতে বলেছেন। একইসঙ্গে বর্তমানে রুশ সেনাবাহিনীতে থাকা সমস্ত ভারতীয়কে দেশে ফেরার অনুমতি দিতে বলেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ায় চাকরি গ্রহণের ক্ষেত্রেও জনগণকে সতর্ক থাকতে বলেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মস্কোর ভারতীয় দূতাবাস বিষয়টি মস্কোয় রাশিয়ান কর্তৃপক্ষ এবং নয়াদিল্লিতে রাশিয়ার রাষ্ট্রদূতের কাছে জোরালোভাবে উত্থাপন করেছে। রাশিয়ান সেনাবাহিনীতে থাকা সমস্ত ভারতীয় নাগরিককে দ্রুত মুক্তি দেওয়া এবং দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।