আন্তর্জাতিক ডেস্কঃ কুয়েতে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪৯ জন হয়েছে। এর মধ্যে ৪০ জনই ভারতীয়। দেশটির মাঙ্গাফ শহরে আজ বুধবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে একটি আবাসিক ভবনে আগুন লাগে। কুয়েতের কর্মকর্তারা বলেছেন, আরও ৪০ জনের বেশি আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদমাধ্যম কুয়েত টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ছয় তলা ওই ভবনে মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা ৪৯–এ পৌঁছেছে। ভবনের মালিক যদি কোনো আইনের লঙ্ঘন করে থাকেন তাহলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে নিহতদের মধ্যে ৪০ জন ভারতীয় নাগরিক বলে উল্লেখ করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, আজ বুধবার ভোরে ছয়তলা ভবনের একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে প্রায় ১৬০ জন লোক বাস করতেন, তাঁরা একই কোম্পানির শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন থেকে বাঁচতে ভবনের পঞ্চম তলা থেকে কয়েকজন লাফ দিয়ে মারা যান।