News71.com
 International
 13 Jun 24, 10:12 AM
 20           
 0
 13 Jun 24, 10:12 AM

মিয়ানমারের জান্তা সরকারকে ৬ পেট্রল বোট দিল চীন॥

মিয়ানমারের জান্তা সরকারকে ৬ পেট্রল বোট দিল চীন॥

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারকে ৬টি পেট্রল বোট বা টহল নৌযান দিয়েছে চীন। চীনা দূতাবাস গতকাল বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, চীন মিয়ানমারের সামরিক জান্তাকে ৬টি টহল নৌযান দিয়েছে। ২০২০ সালে চীন সরকার তৎকালীন গণতান্ত্রিকভাবে নির্বাচিত বেসামরিক সরকারের কাছে করা প্রতিশ্রুতি পূরণ করতেই এই নৌযানগুলো সরবরাহ করা হয়েছে। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদন থেকে জানা গেছে, গত মঙ্গলবার মিয়ানমারের ইয়াঙ্গুনে এই পেট্রল বোটগুলো হস্তান্তর করে চীন। চীনা দূতাবাস বলেছে, এগুলো মাদক পাচার, মানব পাচার এবং সাগরে বিভিন্ন ধরনের উদ্ধার অভিযান পরিচালনায় ব্যবহৃত হবে।

তবে নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক মিয়ানমারের সাবেক এক সেনা কর্মকর্তা রেডিও ফ্রি এশিয়াকে বলেছেন, জান্তাবাহিনী এই পেট্রল বোটগুলোকে রাখাইন রাজ্যে নৌ-সামরিক অভিযানের জন্যও ব্যবহার করা হতে পারে। রাখাইন রাজ্যে গত নভেম্বর থেকে জান্তাবাহিনী এবং বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই চলছে। তিনি বলেছেন, ‘এই নৌযানগুলোকে একটু পরিবর্তন করা হলে অস্ত্র বসানো যাবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন