News71.com
 International
 14 Jun 24, 11:06 AM
 85           
 0
 14 Jun 24, 11:06 AM

তৃতীয় বারের মতো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন অজিত ডোভাল॥

তৃতীয় বারের মতো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন অজিত ডোভাল॥

 

 

আন্তর্জাতিক ডেস্ক:  জাতীয় নিরাপত্তাউপদেষ্টা (ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা এনএসএ) পদে টানা তৃতীয় বার অজিত ডোভালকে পুনর্বহাল করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। বৃহস্পতিবার সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে ৭৭ বছরের ডোভালের পুনর্নিয়োগের কথা জানানো হয়েছে। গত ১০ জুন থেকেই কার্যকর হয়েছে ঐ নির্দেশিকা। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরই প্রাক্তন গোয়েন্দাকর্তা ডোভালকে জাতীয় নিরাপত্তাউপদেষ্টার পদে নিয়ে এসেছিলেন নরেন্দ্র মোদি। তারপর একে একে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে জঙ্গিদমনে তার নেতৃত্বেই পদক্ষেপ গ্রহণ করে সরকার। 

 

২০১৬ সালে উরিতে জঙ্গি হানার পর তার নেতৃত্বেই পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল; যা সে সময় মোদি সরকারের পক্ষে প্রবল জনপ্রিয়তা এনে দিয়েছিল। এরপর ২০১৭ সালে ডোকলামে ভারত-চীন যুদ্ধপরিস্থিতি তৈরি হয়। সেই সময় মূলত ডোভালের হস্তক্ষেপেই পরিস্থিতি শান্ত হয় এবং দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হয়। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গিহামলার পর পাকিস্তানের বালাকোটে জঙ্গিশিবিরে বিমানহানার নেপথ্যেও ডোভালের মস্তিষ্ক ছিল বলে সরকারের একটি সূত্রের খবর। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন