News71.com
 International
 20 Jun 24, 11:58 PM
 65           
 0
 20 Jun 24, 11:58 PM

মেডিকেল ভর্তি কেলেঙ্কারিতে ভারত তোলপাড়॥৩০-৩২ লাখ টাকায় প্রশ্নপ্রত্র বিক্রির অভিযোগ

মেডিকেল ভর্তি কেলেঙ্কারিতে ভারত তোলপাড়॥৩০-৩২ লাখ টাকায় প্রশ্নপ্রত্র বিক্রির অভিযোগ

 

 

আন্তর্জাতিক ডেস্ক: মেডিকেল কলেজসহ চিকিৎসা বিষয়ে বিভিন্ন কোর্সে ভর্তি পরীক্ষার প্রশ্নপ্রত্র ফাঁসের কেলেঙ্কারিতে ভারতজুড়ে তোলপাড় চলছে মেডিকেল কলেজসহ চিকিৎসা বিষয়ে বিভিন্ন কোর্সে ভর্তি পরীক্ষার প্রশ্নপ্রত্র ফাঁসের কেলেঙ্কারিতে ভারতজুড়ে তোলপাড় চলছে। ৩০-৩২ লাখ টাকায় এই প্রশ্ন বিক্রি হয়েছে বলে এ ঘটনায় গ্রেপ্তার একজনকে জিজ্ঞাসাবাদের বরাতে জানিয়েছে পুলিশ। কেলেঙ্কারিতে আরজেডির নেতা লালুপ্রসাদ যাদবের ছেলে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের নাম আসায় তা আগুনে ঘি ঢেলেছে। 

 

ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট ২০২৪ (NEET-UG 2024) নামে এই পরীক্ষা ১৮ জুন অনুষ্ঠিত হয়। পরীক্ষা নিয়ে প্রশ্নফাঁসের অভিযোগ উঠলে এক দিনের মাথায় গতকাল বুধবার এই পরীক্ষা বাতিল ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। বহু শিক্ষার্থী ও অভিভাবক পুনরায় পরীক্ষার দাবি করেছেন। বিষয়টি নিয়ে কয়েক ডজন পিটিশন হয়েছে। সেগুলো সুপ্রিম কোর্টের পর্যালোচনাধীন আছে। তবে এই পরীক্ষার দায়িত্বে থাকা এনটিএ কর্মকর্তারা প্রশ্নফাঁসের অভিযোগ অস্বীকার করেছেন। এই ঘটনার জের ধরে এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার অন্যতম হোতা অমিত আনন্দকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ বলছে, নিট-২০২৪–এর প্রশ্নপত্র ৩০-৩২ লাখ টাকায় বিক্রি হয়েছে। পরীক্ষার আগের দিন ছয়জন ‘পেপার মাফিয়ার’ কাছে ওই প্রশ্নপত্র বিক্রি হয়। ভারতের গণমাধ্যমগুলো বলছে, বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা অমিত আনন্দ এজি কলোনি এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে এই প্রশ্নপত্র বিক্রির ‘দোকান’ দিয়ে বসেছিলেন। সেখান থেকেই চলত প্রশ্নপত্র বিক্রির কারবার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন