News71.com
 International
 20 Jun 24, 11:58 PM
 66           
 0
 20 Jun 24, 11:58 PM

কানাডার ‘সন্ত্রাসী সংগঠনের’ তালিকায় ইরানের রেভল্যুশনারি গার্ড॥

কানাডার ‘সন্ত্রাসী সংগঠনের’ তালিকায় ইরানের রেভল্যুশনারি গার্ড॥

 

 

 

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে কানাডা। কানাডা সরকার বুধবার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানায়। বিবৃতিতে বলা হয়, হামাস ও হিজবুল্লাহর সঙ্গে আইআরজিসির সম্পর্ক রয়েছে। গোষ্ঠীটি ইরানেও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত। এ পদক্ষেপ সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিহত করতে সহায়তা করবে। আরও বলা হয়, কানাডা সন্ত্রাসবাদে একটুও প্রশয় দেয় না। এ তালিকাভুক্তির মাধ্যমে বার্তাটি সারা বিশ্বে জোরালোভাবে দেওয়া হলো।

 

এ ছাড়া কানাডা ইরানে অবস্থানরত তাদের নাগরিকদের সরে যেতে বলেছে। অতি প্রয়োজনে কেউ অবস্থান করলেও সতর্ক থাকতে বলা হয়েছে। এ বিষয়ে কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ক বলেন, এ পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে হাতিয়ারের কাজ করবে। ইরানের শাসক ক্রমাগতভাবে দেশের অভ্যন্তরে ও বাইরে মানবাধিকারের প্রতি সম্পূর্ণ অবহেলা প্রদর্শন করছে। সেই সাথে আন্তর্জাতিক নিয়মনীতির আদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। আইআরজিসি-কে তালিকাভুক্ত করা কানাডা সরকারের বৃহত্তর প্রচেষ্টার অংশ। যাতে ইরানের বেআইনি কর্মকাণ্ড ও সন্ত্রাসবাদের সমর্থনের জন্য কোনো দায়মুক্তি না থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন