News71.com
 International
 25 Jun 24, 06:18 PM
 32           
 0
 25 Jun 24, 06:18 PM

দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি ফ্যাক্টরিতে বিস্ফোরণে নিহত অন্তত ২২॥

দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি ফ্যাক্টরিতে বিস্ফোরণে নিহত অন্তত ২২॥

 

 

 

আন্তর্জাতিক ডেস্ক:  দক্ষিণ কোরিয়ায় একটি লিথিয়াম ব্যাটারি ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আজ সোমবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। কারখানাটিতে লিথিয়াম ব্যাটারি উৎপাদন করা হতো। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। হোয়াসিউং ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিম জিন-ইয়ং জানান, নিহতদের মধ্যে ১৮ জনই চীনা শ্রমিক। আর দুজন দক্ষিণ কোরিয়ার ও একজন লাওসের নাগরিক ছিলেন। অন্য একজনের জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

 

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, আগুনের সূত্রপাতের সময় প্রায় ৬৭ জন কর্মচারী কারখানায় কাজ করছিলেন। অগ্নিকাণ্ডের কারণ এখনো তদন্তাধীন ও কর্তৃপক্ষ নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিম জিন-ইয়ং বলেন, রাজধানী সিউলের দক্ষিণে হোয়াসিয়ংয়ে ব্যাটারি প্রস্তুতকারক অ্যারিসেল পরিচালিত একটি কারখানায় বেশ কয়েকটি ব্যাটারি বিস্ফোরিত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েক সেকেন্ডের মধ্যে শ্রমিকেরা বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন