News71.com
 International
 01 Jul 24, 09:42 AM
 28           
 0
 01 Jul 24, 09:42 AM

দায়িত্ব গ্রহণ করলেন ভারতের ৪০তম সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী॥

দায়িত্ব গ্রহণ করলেন ভারতের ৪০তম সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। দেশটির ৩০তম সেনাপ্রধান হলেন তিনি। গতকাল রবিবার সেনাপ্রধান হিসেবে মনোজ পাণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর দায়িত্ব গ্রহণ করেন তিনি। উপেন্দ্র এর আগে ভারতের সেনাবাহিনীর উপপ্রধান ছিলেন। জম্মু ও কাশ্মীর এবং চীন সীমান্তে বিশেষ অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘ ৪০ বছর ধরে যুক্ত তিনি। একাধিক গুরুত্বপূর্ণ সময় চীন সীমান্তসংক্রান্ত সমস্যা সামলেছেন উপেন্দ্র। চীনের সঙ্গে সমঝোতা আলোচনার অন্যতম ব্যক্তি তিনি।

এ ছাড়া তিনি ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত নর্দার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ ছিলেন। বর্তমানে সেনাপ্রধান হিসেবে তাঁকে নৌবাহিনী এবং বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে কাজ করতে হবে। আগের সেনাপ্রধান মনোজ পাণ্ডের মেয়াদ ছিল ৩১ মে পর্যন্ত। কিন্তু ভারতে লোকসভা নির্বাচন উপলক্ষে এক মাস তাঁর কাজের মেয়াদ বাড়িয়ে দেয় কেন্দ্রীয় সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন